প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2025 ইং
মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার(১৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখ হতে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে এসে তাদের দাবী দাওয়া তুলে ধরে সমাবেশ করে।
সমাবেশ তারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়ম শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালে আগের সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্মদিবস ধরে বেতন ভাতা প্রদানের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ।
বক্তারা আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান।
এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র শ্রমিক ফেডারেশন মধুপুর (রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, মো. সাইফুল ইসলাম ও বিএডিসি কৃষি শ্রমিক ইউনিয়ন মধুপুর (রজি নং-৩১৫২) এর মো. আব্দুস সালাম ও শহিদুল ইসলাম প্রমূখ।
এ সময় তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কাজে না ফেরার ঘোষণা দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com